৩। কথাপৃষ্ঠে কথা আসে,দোলনা হাওয়ায়
দোলে
করতলে মুখ ঢেকে ঘুমিয়ে পড়বো
চোরাঢেকুর তুলছে হ্যাঙওভার স্ট্রিট
কাগজের বাক্সে বাড়ি বানিয়ে দিচ্ছি
পাখিদের জন্য
শিস সংরক্ষিত রিংটোনে--
নদীখাতে অলীক তাঁবু ,
ফকির মিসকিন হাসে , হাসে আদিগন্ত
আলপথ
কথাপৃষ্ঠে কথা আসে,কুশল সংবাদও--
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




