❤~ছেলে~❤
—ছোটবেলা থেকেই "বাবার পর সংসারের হাল ধরতে হবে" এমন বাস্তবতাকে মাথায় নিয়ে যাকে বড় হতে হয় ~ সেই ছেলে
—যে বেকার থাকার জন্য বাবা-মা আর প্রতিবেশীদের হাজারো কটু কথা দিনের পর দিন মুখ বুজে সহ্য করে ~ সেই ছেলে
—স্কুলে বেতের পর বেত খেয়েও যে টু শব্দটি করে না ~ সেই ছেলে
—মেয়েদের সাথে না মিশলে আনস্মার্ট আর মিশলে যাকে চরিত্র খারাপ শুনতে হয় ~ সেই ছেলে
— ছেলেরাও কাঁদে, অনেক কাঁদে তবে আড়ালে যে কান্না কখনো কারও চোখে পড়ে না ~ সেই ছেলে
— সারা রাত ডিপ্রেশন আর অসুস্থতা নিয়ে যে পরদিন সকালে দিব্যি সাধারণ মানুষের মতো অভিনয় করে ~ সেই ছেলে
— প্রিয় মানুষের একটি কথায় যে নিজেকে বদলে ফেলতে পারে ~ সেই ছেলে
—নিজের ভালোবাসার মানুষদের বিপদে যে সবার সামনে আড়াল করে রাখে ~ সেই ছেলে
—প্রিয় মানুষটিকে যে সর্বদা সবার থেকে আড়াল করে রাখে, ভুল ত্রুটি শুধরানোর দায়িত্ব নেয় ~ সেই ছেলে
— ভালোবেসে যে শাহ্জাহানের তাজমাহলের ন্যায় দৃষ্টান্ত স্থাপন করে, জীবন বাজি রাখতে পারে ~ সেই ছেলে
— "সব ছেলেই এক" শোনার পরেও যে বার বার বেহায়ার মতো ফিরে আসে ~ সেই ছেলে
— বাবার প্রতি ভালোবাসাটা যার কোন দিনই দেখানো হয় না ~ সেই ছেলে
— বাবার মৃত্যুতে যে সবচেয়ে বেশি নিঃস্ব হয়ে যায় ~ সেই ছেলে
— সন্তানের জন্য যে নিজের পুরো জীবনের সখ আহ্লাদ ত্যাগ করে ~ সেই ছেলে
তাই এদের কখনো কষ্ট দেবেন না। এদের একটা কথা শুনে চলোন, দেখবেন আপনার ১০টা কথা শোনার জন্য বাধ্য থাকবে।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




