সময় দৌঁড়োচ্ছে বেদম গতিতে । ঘরের দক্ষিণের জানালা দিয়ে দূরের বাড়িগুলো দেখছি । ছোট ছোট আলো জ্বলে আছে । বাইপাসের রাস্তা দিয়ে ছুঁটে যাচ্ছে কতশত যন্ত্রচালিত গাড়ি । যন্ত্রের কোনো বিশ্রাম নেই, যেমনটা আমাদেরও বিশ্রাম নেই ।
বুকের বাঁ পাশের হৃদপিণ্ড কাঁপছে । মস্তিষ্ক ঘুমের মাঝেও ভেবে চলেছে কতকিছু, স্বপ্ন ভিড় জমিয়ে কতক ভাবনা ধরা দিয়ে যায় ।
এভাবেই সময় বয়ে যাচ্ছে । পৃথিবীর কোথাও কে যেন কাছে এসেছিল শ্রাবণের মেঘের মতো, আষাঢ়ে অঝোর বৃষ্টির মতো, শীতের বাতাসের মতো । কোথায় যেন আজ হারিয়ে গেছে সে ।
স্নায়ুতে যেন আজও খুঁজে পাই কারোর অস্তিত্ব । পৃথিবীতে পরিচিতি গড়ে ওঠা মানুষগুলোর স্মৃতিগুলো যদি মা.দ.কে.র মতো হতো, একটা সময় পর যাঁর রেশ কেটে যেত । তবুও সে ব্যর্থ প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়!
বহুদিন তাঁর সাথে আর কথা হয়না, দেখা হয়না । মাথার ভেতরে চোখের দৃশ্য পটে যাকে ঘিরে অস্তিত্ব গড়ে উঠেছিল । একসময় মনে হয়েছিল আর বাঁচবোইনা, মৃত্যু আমাকে নেয়নি । একপর্যায়ে সময় আমাকে সুস্থ করে তুলতে শুরু করে ।
এমনও সব প্রতীক্ষায় পৃথিবীর বয়স বাড়ে । বিকেল মিলিয়ে যায় সন্ধ্যের আকাশে । ঘোর অন্ধকার নিয়ে রাত্রি নামে । আমি শুধু আমার আকাশ দেখে যাই, আমার পূর্বপুরুষদের কথা ভাবি । ভাবি পৃথিবীতে এমন বেদনা পাবার জন্যই কি আমি পৃথিবীতে এসেছিলাম!!
সাব্বির আহমেদ সাকিল
২২ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | সোমবার | ০৫ জুন ২০২৩ ইং | কৃষ্ণ প্রতিপদ | আপন নীড়, বগুড়া
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২৩ রাত ৩:৩৬