
মসজিদের ভেতর জায়গা সংকুলান না হওয়ায় বাহিরে বিছিয়ে দেয়া চটে বসে আছি । রোদের প্রখরতা বেশ কড়া । গা ঘেমে ভিজে ওঠার অবস্থা । মুয়াজ্জিন ইকামাত দিলেন, নামাজ শুরু হলো । ইমাম সাহেব মোটামুটি দীর্ঘ একটি সূরা দিয়ে নামাজ চালিয়ে যাচ্ছেন । ওদিকে প্রখর রোদের ভেতর আমরা সবাই দাঁড়িয়ে আছি ।
ইমাম সাহেব রুকুতে যাওয়ার ন্যানো সেকেন্ড আগেই রোদ পড়ে গেলো । মুহূর্তের মধ্যে যেন শান্তির সুবাতাস বয়ে গেলো । প্রথম রাকাতের রুকু থেকে সালাম ফেরানো পর্যন্ত রোদের তাপ থেকে আল্লাহ্ তাঁর রহমতের চাদর দিয়ে আমাদের স্বস্তিতে নামাজ শেষ করালেন ।
কি অসীম মহিমা সেই রবের । যিনি কখন রোদ প্রয়োজন, কখন বৃষ্টি প্রয়োজন সব সিস্টেম করে দেন । বান্দাদের প্রতি তিনি কতইনা দয়ালু । লাখো-কোটি কৃতজ্ঞতা সেই মহান রবের প্রতি । যিনি আমার সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা । আলহামদুলিল্লাহ্।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২৪ বিকাল ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



