DBC কি তারকা শব্দের অর্থ জানে? তারকা অর্থ হচ্ছে, যার নিজস্ব আলো আছে। যার আলো নেই তাকে গ্রহ বলে। যেমন সূর্যের নিজস্ব আলো আছে, তাই এটি একটি তারকা। মঙ্গল একটি গ্রহ, এর নিজস্ব আলো নেই। তারকাকে উপমা হিসেবে ধরে আলোকিত মানুষকে, তারকা বলা হয়। DBC যেসব অভিনেতা অভিনেত্রীদের তারকা বলছে, এরা কি আলোকিত মানুষ? আলোকিত মানুষেরা কি এইরকম মারামারি করবে?
এইসব অন্ধকার জগতের লোক গুলোকে ঝেটিয়ে বিদায় করা দরকার। এদের কারণেই বাংলাদেশের নাটক সিনেমা গোল্লায় যাচ্ছে। এদের ঝাটিয়ে বিদায় না করা গেলে, নাটক সিনেমা বলতে কিছুই থাকবে না৷
যাইহোক, মেরে হাত পা ভেঙ্গে ঝুলায় দিছে, তারপরেও নাকি বলতে হবে তারা মারামারি করেনি।