
সেই ব্রিটিশ পিরিয়ডে মাহফুজ অনামের পিতা আবুল মুনসুর আহম্মেদ হিন্দু ব্রাহ্মণ্যবাদী জমিদারদের হাতে শোষিত মুসলিম সমাজের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি আদায়ে সংগ্রাম করেছিলেন। ক্লাস এইটে থাকতে দাবি করেছিলেন স্কুলে হিন্দু মুসলিম সকলের কাছ থেকে চাঁদা তুলে যদি সরস্বতীপূজা করা হয়, তবে স্কুলের মাঠে গরু কুরবানির ব্যাবস্থাও করতে হবে। পরবর্তীতে অবশ্য গরু কুরবানি না হলেও, কিশোর আবুল মুনসুর আহম্মেদের দাবির মুখে মিলাদের আয়োজন করতে বাধ্য হয়েছিল। বিষয়টি এমন নয় যে তিনি কোন মৌলুভী বা ঐটাইপের কেউ ছিলেন, বিষয়টা হচ্ছে অধিকারের প্রশ্ন তিনি আপোষহীন ছিলেন, শিরদাঁড়া উঁচু ছিল। মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। একইসাথে ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধেও ছিলেন। কিন্তু এ কি দেখছি! ইসলাম বিদ্বেষী মাহফুজ আনাম কি তার পিতাকে ওন করেন?
আমি নাস্তিক ছিলাম ২০০৮ পর্যন্ত। নামাজ পরা শুরু করার পর ডেইলি স্টারে শুরু হয় সমস্যা। ডেইলি স্টারের ক্যান্টিনের একটা কোনায় লুকায়ে নামাজ পড়তে হইতো। যারা নামাজ পড়তে তাদের টিটকারি শুনতে হইতো কলিগদের। মাহফুজ আনাম জুমার খুতবার সময় ওনার সেক্রেটারীকে মসজিদ থেকে ডেকে কাজ করতে দিছে। সেই লোক নামাজ পড়তে পারে নাই। মাহফুজ আবার রোজাও রাখে। মুল লেখা পড়তে এখানে ক্লিল করুন

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


