মাসুদ, তুমি কেমন ছেলে জানি আমি তাও
শেষ বারের মতো বলছি এবার ভালো হয়ে যাও৷
উপরে তুমি মধুর মতো তলে অন্য কাজ করো,
পকেটভারির বিষয়গুলো নিজের মতো ভাজ করো।
সবকিছুই ধরতে পারি বুঝি আমি সবই;
কোনটা আসল কোনটা নকল কোনটা কীসের ছবি৷
কোন কথার কোনটা মানে কোনটা সরল সোজা
কোন জিনিসটা হালকা আবার কোনটা বড় বোঝা৷
মিস্টি খেতে কেমন লাগে গোল মরিচের জ্বালা কী!
এরপরেও আমার সাথে তোমার এত্ত বড় চালাকি৷
ভালো তুমি হবেনা এটা কেমন তোমার আড়ি
আম ছালা সবই যাবে করলে বাড়াবাড়ি;
সুযোগ বুঝে পুরান খেলা নতুন করে খেলতে চাও
বোয়াল মাছের মতো কেন একা একা গিলতে যাও৷
অনেক সময় দিয়ে গেছি এবার কিন্তু আর নয়
ধরা হবে এক সাথে সব এবার কোন ছাড় নয়৷
কত টাকা কামাই তোমার কত আছে ব্যাংকে
সবই জানি কত কামায় কে কোন রেংকে।
একটা কথা জানতে চাই বলো আসল কিসসা
তোমার কী নাইরে কোন ভালো হওয়ার ইচ্ছা?
এত্ত কথা বলতে গিয়ে নিজেই মরি লাজে
এরপরেও কী এসব করা তোমার জন্য সাজে ?
দেখতে এমন; উল্টে পাল্টে কেমনে খাবে মাছ,
ভালো হয়ে যাও রে মাসুদ এটাই তোমার কাজ৷
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০২৪ সকাল ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




