সুপ্রিম কোটের রায়ে গতকাল র্যংগস ভবন ভাংগার সবশেষ প্রতিবন্ধকতা দুর হয়েছে। সরকারকে ধন্যবাদ জানাই নীতিগত সিদ্ধান্তের জন্যে, তবে ভাংগার প্রক্রিয়াটা আমার মতে খুব বেশি ভালো হয়নি।
কোটের রায়ের পর বিকাল চারটায় মাইকে জানানো হয় যে ভবনটি আজ ৩-৮-০৭ সকাল ৭টা থেকে ভাংগা শুরু হবে কিন্তু ১৬ তলা ভবনের মালামাল সরিয়ে নেবার জন্য কি ৮ ঘন্টা যথেষ্ট?
সেখানে যাদের অফিস আছে, সবকিছু সরিয়ে নিতে কিছু সময়ের দরকার। সেই সময়টা দিলে খুব বেশি ক্ষতি হতো কি? আমার মনে হয় না। সরকার কি কোন কারনে খুব বেশি Tensed? ওখানে যাদের অফিস আছে, যা কিছু সম্পদ আছে সেগুলো তো দেশেরও সম্পদ তাই না?
এটা কি মুল্যবান বিদেশি মুদ্রার অপচয় নয়? যদি তাই হয় তাহলে এই অপচয়ের দায়ভার কার?
খবরে শুনলাম ৪-৫ দিন সময় দিলে সবকিছু ভালোভাবে সরিয়ে নেয়া যেত। সেই ৪-৫ দিনের মুল্য কি কয়েক শত কোটি টাকার বেশি? আমার মনে হয় না।
দেশে একদিকে চলছে ভয়াবহ বন্যা, সেখানে অপচয় ঠেকানোর উপায় সরকারের নেই, কিন্তু এখানে তো ছিলো, তাই না? আপনাদের মতামত প্রত্যাশা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


