
যেকোনো সমস্যার বড় সমাধান হল সময়। এই ধূর্তমশাই জীবনের যেকোনো কালোদাগ মুছে দিতে পারে। জীবনের সকল উত্থান-পতনের কলকাঠি তার শক্ত হাতেই সোপর্দ থাকে। মহান আল্লাহ সময়কে বৈপ্লবিক পরিবর্তনের ক্ষমতা দিয়ে রেখেছেন।
প্রতিটি মানুষ এই ক্ষমতার জালে আটকা থাকে। কেউ এর বাইরে নয়। কেউ চাইলেও এর ঝঞ্ঝট থেকে বেরোতে পারে না। এর থেকে বের হওয়া অসম্ভব পর্যায়ের বিষয়।
এই নদীতে সাঁতরে ক্লান্ত-কোলে ঢোলে পড়ে অজস্র মানুষ। কিনারা ছোঁয়ার স্বপ্ন রয়ে যায় অপূর্ণ। তবুও থেমে থাকে না এই মশাইকে হারিয়ে জিতে যাওয়ার প্রতিযোগিতা। কেউ-ই জিততে পারে না, কারন এটা তো সময়; সস্তা কোনো শক্তি নয়।
সময়কে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার দুঃসাধ্য কারোর নেই। যেহেতু সময়ের অপর নামই জীবন। আর জীবনকে পিছিয়ে কোনো জীবন হয় নাকি! জীবন তো এক আঁকাবাঁকা গতিপথে নির্দিষ্ট সময়ের অতিথি মাত্র। এর সময় ফিক্সড। তাকদির বা ভাগ্যের বাইরে যাওয়ার সুযোগ নেই। এর ভিতরেই সময়-নৌকার নাও শক্ত হস্তে বাইতে পারাটাই বিরাট সফলতা।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



