গরমের ছুটিতে ১১ থেকে ১৭ ই জুলাই বাস-ট্রেন-ফেরিতে করে ডেনমার্কের উত্তর-দক্ষিন-পূর্ব-পশ্চিমে শহর, বীচ এবং দ্বীপে ঘুরে বেড়িয়েছি। ৭ দিন এবং ২৭৮৫ কিলোমিটারের এই ভ্রমনে প্রচুর ড্রোনগ্রাফী করেছি। এই ভ্রমনের ঠিক আগেই ১বি ক্যাটগরির ড্রোন লাইসেন্স পেয়ে যাওয়ায় ছবি তোলাটা আরও সহজ এবং আইনসিদ্ধ ছিল। সেই সব ছবি থেকে কিছু ছবি নিয়েই আজকের আয়োজন। ছবিগুলো ২০ থেকে ৮০ মিটার উপর থেকে তোলা। তবে ড্রোনের ছবির সাথে দেওয়া সিল মাছের ছবিগুলো ফোন দিতেই তোলা।
# ডেনমার্কের উত্তর সীমান্ত Skagen যাকে কিনা বলা হয় The Top of Denmark। সমুদ্রের পানির একে অপরের উপর আছড়ে পড়া এবং রোদ পোহতে পোহাতে বিশ্রামরত সিলই এখানকার প্রধান আকর্ষন:





# ডেনমার্কের দক্ষিন সীমান্তে Rødby বীচ। এখান থেকে ফেরিতে উঠলেই ওপাড়ে জার্মানি।




# Hundested বীচ ডেনমার্কের মাঝে অবস্থিত এবং এর ল্যান্ডস্কেপের জন্য বেশ বিখ্যাত।



# Bogense বীচটিও খুব সুন্দর এবং প্যারাগ্লাইডিংয়ের জন্য সুপরিচিত।



# Orø একটি সুন্দর দ্বীপ। দ্বীপের ফেরীঘাটে দারুন ড্রোনগ্রাফী করেছিলাম।




পর্ব - ১৩ এখানেই সমাপ্ত। পূর্ব-পশ্চিমে বাতাসের কারনে এবং ড্রোন রেস্ট্রিকটেড এলাকা থাকার কারনে ছবি তুলতে পারিনি। তবে যে ছবিগুলো তুলেছি তাতে আমি খুবই আনন্দিত। আর আশা করছি আপনাদেরও ভালো লেগেছে।
গত পর্বের লিংক:
ড্রোনগ্রাফী - পর্ব ১২ (লেকের পাড়ে একদিন)
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




