সামুতে আমার দুই বছর উপলক্ষে এই পোস্ট এ আপনাদের জন্যে বিশেষ বিশেষ কিছু আয়োজন রয়েছে। তার মধ্যে একটি তো একেবার এক্সেপশনাল।
আজকের আয়োজনের শুরুতে রয়েছে সামুর সাথে আমার সম্পর্ক হওয়ার কিছু কথাঃ সামুর সাথে কবে কখন কি ভাবে দেখা হয়েছিল তা মনে না থাকলেও আমার যতদুর
মনে পড়ে গুগোল মামার মাধ্যমে পরিচয় হয়েছিল। তবে প্রথম প্রথম সামুকে অত গুরুত্ব দিতাম না। সেই সময় অবশ্য আমার নিজের বেশ কিছু ওয়েবসাইট এবং বাংলা/ইংরেজি ব্লগ ছিল। আমি সেখানেই ব্লগিং করতাম। এক হোস্টিং কোম্পানির খপ্পড়ে পড়ে তা বন্ধ হয়ে যায়। এই তো প্রায় এক বছর হল। সামুতে মোটামুতি ৩ বছর ধরে থাকলেও রেজিস্ট্রেশান এর বয়স হয়েছে ২ বছর
মুল আকর্ষনে যাওয়ার আগে আমার নিচের কিছু জনপ্রিয় পোস্ট এ চোখ বুলিয়ে যান।
সামুতে আমার ২ বছর উপলক্ষেঃ বেস্ট অফ সাইফ
ডিজিটাল যুগে চোরের দিন শেষ!
প্রতিদিন ইন্টারনেট থেকে যে কোন মোবাইল বা ফোন এবং যে কোন দেশে ফ্রী কল করে সবাই কে চমকে দিন!!!
আনলিমিটেড ফ্রী এসএমএস এর আরও একটি নতুন সাইট সংগ্রেহে রাখুন!অবশ্যই রেজিস্ট্রেশান ছাড়া এবং ১০০% কাজ করছে
ইন্টারনেটে আয় বিষয়ক একটি পোস্ট
এবার সেই বিশেষ আকর্ষন যার জন্যে আপনারা এতক্ষন অপেক্ষা করছিলেন:
সামহোয়ারইনব্লগ এর সপ্তম আশ্চর্য ঘটনা গুলোর মধ্যে কাকতালীয় ভাবে ঘটে যাওয়া একটি ঘটনা!!!
উপরের দেওয়া পোস্ট এর ঘটনা টা কিছু দিন আগের। যারা দেখেননি তাদের জন্য।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




