অনেক দিন বাংলা গানের খোঁজ রাখা হয় না তাই ভাবলাম নতুন কোন ভালো গান আছে কিনা দেখি। এই বলে সার্চ দিলাম। তো একট অ্যালবাম এর কাভার পেইজ দেখে এখনো হাসি পাচ্ছে। বুঝলাম মাঝখানের ছেলে টা একটু ভাবে আছে কিন্তু তার দুই পাশে দুটো জন্তু টাইপ এর কিছু একটা দেখতে পাচ্ছি।

এটা দেখে আর ডাউনলোড করার রুচি হল না। বুঝেই নিয়েছি গান কি ধরনের হবে তা। এই সব গান যে কারা শোনে তা কে জানে...। অবশ্যই এটি বাংলাদেশী র্যাপ গান এর অ্যালবাম।
কারা কারা এই টাইপ এর গান শোনেন একটু হাত তোলেন তো।
এলব্যামের নাম ঢেকে দিলাম।
আর একটি কথা ভালো কোন গানের লিংক থাকলে শেয়ার করতে পারেন। কম্পিউটার এ কোথায় কোন গান আছে তা মনে পড়ছে না। :
আপনাদের জন্যে অসাধারন একটি ইন্সট্রুমেন্টাল মিউজিক। যেটা আমি সবাই কে শুনতে বলি। ডাউনলোড করে দেখতে পারেন ১০০% ভালো লাগবে।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




