তুমিবিহীন আমার জীবনটা আমি একিদনও কল্পনা করতে পারিনা,একদিনতো অনেক সময় আসলে একমূহূর্তও ভাবতে পারিনা...এখন আমার সময়টা খুব খারাপ যাচ্ছে,কারণ তুমিতো জানোই বাসায় আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে!!!যদিও আমি প্রানপণ চেষ্টা করছি এটা থামানোর,তবুও আমি শেষ পর্যন্ত যদি ব্যর্থ হই তাহলে আমর দুটো পথ আছে,একটা হলো আব্বু-আম্মুর কথা ভেবে পরাজয় মেনে নিয়ে জীবন্ত লাশ হয়ে থাকবো,অথবা দুচোখ যে দিকে যাবে সে দিকে চলে যাবো হয়তো?
তোমার জায়গায় অন্য কেউ হলে আমাকে বাসা থেকে বের হয়ে তার কাছে চলে যেতে বলতো,কিন্তু তুমিতো অন্যরকম,তুমি আমার বাবা-মা'র কথা ভেবেছো,তুমি জানো যে আমি এমন কোন সিদ্ধান্ত নিলে আমার বাবা-মা সহ্য করতে পারবেনা.....তাই তুমি তাদের কথা ভেবে আমাদের ভালোবাসা বির্সজন দিতে প্রস্তুত আছো এবং আমাকেও তাই সেভাবেই প্রস্তুত করিয়েছো.....
আল্লাহু আপনি আমাদের উপর সহায় হন,আমাদের ভবিষ্যতটা যেনো একই সুঁতোয় গাথা হয়.....ও না বুঝলেও আল্লাহু আপনিতো জানেনি যে আমি সজল কে ছাড়া আমার জীবনটা দু:স্বপ্নেও ভাবতে পারিনা!!!!!!!
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



