কষ্টগুলো আমাকে খুব ভালোবাসে,তাইতো এগুলো আমার পিছু ছাড়েনা...আমি পালাতে চাই,আমি মুক্তি চাই এই কষ্টগুলোর হাত থেকে।যখন আপনজনেরা ভূল বুঝে তখন আসলে মনকে বুঝানোর কোন ভাষা থাকেনা!আমার জীবনটা আমি আমার মতো করে বাচঁতে চাই,আমি জানি কোনটায় আমার ক্ষতি হবে আর কোনটায় লাভ। জীবনটাতো আসলে এত লাভ-ক্ষতি হিসেব করে চলেনা...জীবনের আলাদা একটা নিজস্ব গতি আছে।
আমি কি চাই,কিভবে চাই এটা আমি কাউকেই বুঝাতে পারছিনা,আমি কি তবে ব্যর্থ?
আমি একটা আশ্রয় খুঁজছিলাম,যাকে আঁকড়ে ধরে আমি বাচঁবো,আবার নতুন করে কষ্টগুলো ভূলে হাঁসবো প্রানভরে,আমাদের অসম্পূর্ণ সব স্বপ্নগুলো রাঙ্গিয়ে তুলবো দুজন মিলে...আমার সেই একমাত্র আশ্রয়স্থলটা হলো সজল,যাকে আমি সবথেকে বেশি ভালোবাসি বললে ভূল হবেনা,কারণ আমি জানি ও আমার জন্য কি?ও আমার পূরোটা অস্তিত্বজুড়ে আছে,এটা হয়তো সে বুঝে অথবা বুঝেনা। ও হয়তো আমাকে সত্যিই বুঝেনা,আর তাইতো আমার এই একমাত্র আশ্রয়টাও আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়!!!আমার কাছ থেকে দূরে বহুদূরে চলে যেতে চায় ও!!!কিন্তু আমি জানি সেও আমাকে প্রচন্ড ভালোবাসে,তাহলে কেনো এই ধ্বংসাত্মক সিদ্ধান্ত তোমার সজল? প্লিজ সজল তোমার "শেষের কবিতা"ধাচক সিদ্ধান্তটা বদল ফেলো,আমাকে আমার একমাত্র সুখের আশ্রয় থেকে বিতারিত করোনা, তাহলে যে আমার বেচেঁ থাকার শেষ অবলম্বনটাও হারাবো!!!
এরথেকে বরং ভালো,আমরা দুজন একসাথে আমাদের স্বপ্নগুলো নিয়ে নতুন করে বাচঁতে চেষ্টা করি..একটি বারের জন্য ভেবেই দেখোনা সজল প্লিজ......
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১০ সকাল ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



