দূরত্ব-এই শব্দটার মাঝেই কেমন জানি একটা কষ্ট লুকিয়ে আছে ।কাল আমি সজল কে ছেড়ে আমার গ্রামের বাড়িতে যাবো ঈদ করতে ।যতই সময় ঘনিয়ে আসছে আমার মনে হচ্ছে আমার হৃপিন্ডের স্পন্দন দ্রুত গতিতে বেড়েই চলছে ।পুরো মনটা জুড়ে অস্থিরতা বিরাজ করছে,কেবল মনে হচ্ছে আমি হয়তো আর ফিরে আসতে পারবোনা আমার সজলের কাছে ।
শুধু মনে হচ্ছে কোন ভাবে যদি আমার এ যাওয়াটা না হতো.......আমি যদি আমার সজলের সাথে ঈদ করতে পারতাম,প্রতিটি মূহূর্তে ওর সাথে থাকতে পারতাম!!!ঈদের আনন্দ এখন আর আনন্দ মনে হচ্ছে না, এই কষ্টের অনুভূতিটার কাছে যেনো সব হার মেনেছে ।আমার কেবলই মনে হচ্ছে আমি আর সজল এর কাছে ফিরে আসতে পারবোনা,ওর কাছ থেকে আমাকে কেউ যেনো জোড় করে দূরে বহুদূরে টেনে নিয়ে যাচ্ছে...যদিও এই অবস্থানগত দূরত্ব আমাদের দুজনকে দুজনের মনের কাছ থেকে এক বিন্দুও আলাদা করতে পারবেনা ।
বাইরে এখন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে,মনে হচ্ছে যেনো প্রকৃতিও আমার কষ্টের সাথে একাত্বতা প্রকাশ করছে ।আমি জানি সজল ও আমাকে আমার মতোই খুব মিস্ করবে ,কারণ ও মুখে প্রকাশ না করলেও আমি জানি ও আমাকে কি ভীষন ভালোবাসে............
কাল যাবো এটা ভাবতেই আমার এখন থেকেই বুকের ভিতরটা ফাঁকা লাগছে,মনে হচ্ছে যেনো আমি আমার সব হারিয়ে ফেলছি,প্লিজ সজল আমাকে কখনো দূরে সরিয়ে
দিওনা,তোমার কাছ থেকে দূরে থাকার কষ্ট যে আমি কিছুতেই মেনে নিতে পারবোনা.....
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



