প্রজাপ্রতি আমার খুউব পছন্দ,কতো সুন্দর সুন্দর আর কতইনা বিচিত্র ধরনের প্রজাপ্রতি আছে পৃথিবীতে,যদিও হয়তো বা তার মধ্যে থেকে খুবই অল্প কিছু প্রজাপ্রতি দেখার সৌভাগ্য আমার হয়েছে,কিন্তু আমি খুবই মুগ্ধ । প্রজাপ্রতি দেখে আমার খুব প্রজাপ্রতি হতে ইচ্ছে করে,ওরা কি সুন্দর করে মনের আনন্দে সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায়,ওদের দেখলে মনটাই ভালো হয়ে যায় ।
আমার ধারোণা আমার মনের মাঝেও এমনি একটা প্রজাপ্রতি আছে,আর সেই প্রজাপ্রতিটা হলো সজল । কারণ সারাটা সময় ও ঠিক প্রজাপ্রতির মতোই আমার মনের ভেতর অবিরত বিচরণ করে,আমার মনের এদিক সেদিক উড়ে উড়ে ঘুড়ে আর আমাকে ওর ভালোবাসায় মুগ্ধ করে প্রতিনিয়ত....
"তোমার মাঝেই নামবো আমি,
তোমার মাঝেই ডুব,
তোমার মাঝেই কাটবো সাঁতার,
ভাসবো আমি খুব...
আমি যেদিন থেকে আনরিলিস্ট "প্রজাপ্রতি" মুভির এই গানটা শুনেছি আমার সারাটা সময় শুধু মনে হয় আমিও যেনো সজলের ভালোবাসায় ঠিক এভাবেই ডুবে আছি...এই ডুবে থাকাটার মাঝেই আমার সব আনন্দ । ডুবে আছি বলেই হয়তো মনে হয় যে আমার চারপাশে সজল ওর ভালোবাসা দিয়ে আচ্ছন্ন করে রেখেছে আমাকে,হাত বাড়ালেই ওকে পাশে পাবো সবসময়,কারণ সজলতো আমার মনের আকাশেই বিচরণ করছে প্রতিনিয়ত...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



