সালাউদ্দিন শাহরিয়া
ভালোবাসা বিক্রি করে দিয়েছি বাস্তবতার কাছে।
আপনি চাইলেই কিনতে পারতেন,
পারতেন শুদ্ধতম ভালোবাসাকে আপন করে নিতে।
একটি শালিক পাখির হলুদ ঠোঁট,
ঠোঁট দিয়ে বাজানো শিস,
শিসের পর সাঝ সকালে গান গাওয়া
গাওয়ার পর সেই গান আপনি-ই শুনাতেন,
চাইলেই আপনি ভালোবাসা কিনতে পারতেন।
যখন বিষাদে শহরে নেমেছিলো বৃষ্টি,
বৃষ্টিতে ভিজে হয়েছিলো বন্যা,
বন্যায় ভেসে গেল সব বিষাদ।
ঠিক তখনই ভালোবাসাকে বিক্রি করে দিলাম,
বাস্তবতার কাছে, অর্ধাঙ্গিনীর কাছে।
চাইলেই আপনি কিনতে পারতেন।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২০ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



