আয়না ঘরের কান্নার বয়ান
ঘোরে ঘরে ঘরে, মোবাইলের স্ক্রিনে
তৈরি করে বিবমিষা মানুষের মনে।
মনে হয় এটাও একটা সংবাদের আইটেম
সংবাদ পত্রের।
যেমন খুন,ধর্ষণের সংবাদ প্রচার;
মুখরোচক ভাবে পরিবেশিত হয়
সংবাদ মাধ্যমগুলোয়;
ওয়েব সিরিজের মতো সিরিজ ও
তৈরী করে;
ঘটনার ধারাবিবরণী করে প্রকাশ
সপ্তাহ অথবা মাস ধরে।
নৃশংস হত্যা, ডাকাতি, ধর্ষন,রাহাজানি
নতুনত্বের কাভারেজে ঘটনার বর্ণনা,
কাগজের কাটতি যেমন বাড়ে
তেমন প্রতিযোগিতার বাজারে
দীর্ঘমেয়াদী টিকে থাকার বৃদ্ধি করে সম্ভাবনা।
এমন এক একটা ঘটনা
নতুন খবর হয়ে আসে
এর সাথে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক
নানা কথা বাতাসে ভাসে।
পুরাতন চাপা পড়ে যায় নিত্য-নতুনের ভীড়ে।
এ শুধু প্রচার!
প্রসার নিজেদের, আর
পায়ের নিচে মাটি শক্ত করা।
সমাজ সংস্কারের দায়,জনমত গঠন
কিংবা সমাজের পরিবর্তন
দায় ও দায়িত্ব অন্যের এবং তাদের
দেশকে আপন ও মানুষকে মানুষ ভাবে যারা;
আর ভাগ্য- বিধাতার হাতে দিয়ে তুলে
নিজের আখের গুছানোতে মশগুল সকলে।
নিজে দায়মুক্ত হয়ে অন্যের ঘাড়ে চাপালে
পদক্ষেপ না নিয়ে নিরুদ্বিঘ্ন রইলে
তবে একদা নিজেও পরিবেশিত হবে নতুন খবরে;
বিশ্লেষিত হয়ে তথ্য-চিত্র সহকারে
এবং পুনরায় কিছুূদিনে এমনি সকলে
আমার,তোমারো ব্যপারে
তেমনি করে যাবে ভুলে।
------RabAh ✍️
---২৬শে-- ফেব্রুয়ারী--২০২৫ইং
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



