
একদিন এই জীবন থেমে যাবে নীরবে।
যে সকালগুলো আজ ব্যস্ততায় ভরে ওঠে,
সেগুলো একদিন নিঃশব্দ হয়ে যাবে।
মনে থাকবে না সুর্যের আলোয় চোখ মেলতে গিয়ে
যে স্বপ্নে বুক বেঁধেছিলাম,
মনে থাকবে না পথচলার তাড়াহুড়ো,
অফিসে দেরি হয়ে যাওয়ার উৎকণ্ঠা।
একদিন ভুলে যাবো কতবার বৃষ্টির দিনে
ছাতা ছাড়া বেরিয়ে পড়েছিলাম,
কতবার বাস মিস করে
হেঁটে গিয়েছি মাইলের পর মাইল,
মনে থাকবে না রাস্তার মোড়ের কফির দোকান,
যেখানে প্রতিদিনের ক্লান্তি
গরম ধোঁয়ার সাথে মিলিয়ে যেত।
মুছে যাবে সেই দিনের কথা,
যেদিন প্রথমবার নিজের উপার্জিত টাকায়
মা-বাবার জন্য উপহার কিনেছিলাম।
মনে থাকবে না বন্ধুর সাথে ভাগ করে খাওয়া
শেষ ফুচকার টুকরো,
অথবা রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার তাগিদ।
একদিন সব লড়াই, সব আনন্দ, সব হতাশা
সময়ের ধুলোর নিচে চাপা পড়ে যাবে।
যে মানুষগুলো একসময় আমাদের পৃথিবীর কেন্দ্র ছিল,
তাদের কারো কারো মুখ মুছে গেছে চিরদিনের জন্য।
হয়তো কারোও ভেতরে স্মৃতিতে থেকে যাব
যেমন সমুদ্র তার ঢেউ বদলায়,
তবুও লবণাক্ত স্বাদ হারায় না,
তেমনভাবেই জীবনও চলতে থাকবে সকলের,
স্মৃতির রঙ হয়ে যাবে ফিকে,
কত কথা হয়ে যাবে নীরব,
হারিয়ে যাবে আমার অস্তিত্ব সময়ের ভেতর চাপা পড়ে।
ছবিঃনেট
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




