
ল্যান্টানা ফুল ছোট অসংখ্য ফুল একত্রে মিলে গড়ে তোলে রঙের আতশবাজি। লাল, কমলা, হলুদ, গোলাপি কিংবা বেগুনি কত বিচিত্র রঙের মিশ্রণে ল্যান্টানা গুচ্ছগুলো যে সৌন্দর্যের জন্ম দেয়, তা একবার দেখলে ভোলা কঠিন। প্রতিটি গুচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ফুল, যেন শিশুরা হাত ধরে গোল হয়ে দাঁড়িয়ে আছে।

ল্যান্টানা ফুল সময়ের সাথে সাথে এর রঙ বদলায়। সকালে যে ফুল ফোটে হলুদ বা কমলা, বিকেলের দিকে তা কখনো লালচে বা গোলাপি হয়ে যায়। এই পরিবর্তন ল্যানটানাকে অন্য ফুলের ভিড়েও আলাদা করে তুলে ধরে। এ যেন জীবনেরই প্রতীক সময়ের সাথে বদলে যাওয়া রূপ।

গ্রামীণ পথঘাট, মাঠের আলপথ, কিংবা ঝোপঝাড়ে অবহেলায় জন্মানো এই ফুল আসলে পরিবেশের বন্ধু। মৌমাছি, প্রজাপতি ও পাখিদের আকৃষ্ট করে ল্যানটানা প্রকৃতির এক রঙিন আড্ডার আয়োজন করে। বিশেষ করে প্রজাপতিদের প্রিয় ফুল এটি; ল্যান্টানার চারপাশে উড়তে থাকা নানা রঙের প্রজাপতি দেখে মনে হয় ফুল আর প্রজাপতি মিলে একসাথে উৎসব করছে।

ল্যান্টানা অযত্নেই বেড়ে ওঠে, রোদ-বৃষ্টি-ঝড়ের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে।

কিছু অঞ্চলে এটিকে আগাছা বলা হয়, কারণ দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশ দখল করে নিতে পারে।

ল্যান্টানা ফুল আমাদের শেখায় সৌন্দর্য কেবল সাজানো বাগানেই নয়, অবহেলিত ঝোপঝাড়েও জন্ম নিতে পারে।


ল্যান্টানা, আমার প্রিয় বুনো ফুল।

ল্যান্টানা ফুল সঙ্গে করে নিয়ে এসেছি আজ

একটা গাছও লাগালাম বারান্দায় দেখি হয় কিনা
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪০