
ঘরটা ভরে গেছে তীব্র লাল রঙের আগুনের মতো মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন মানুষ হাতে ব্রাশ, পাশে রঙের বালতি। চারপাশের সব পথ ভিজে গেছে রঙে, শুধু তার পায়ের নিচে শুকনো একটা ছোট্ট টুকরো জায়গা সেখানেই সে আটকে গেছে।
এমন আটকে পড়া জীবনের সংখ্যা অগনিত। আমরা কাজ শুরু করি খুব যত্ন নিয়ে এগোতে থাকি। কিন্তু কোথাও না কোথাও হিসাবের ভুল হয়। ভেবেচিন্তে না করে একসময় এমন এক অবস্থায় পৌঁছাই যেখানে সবকিছু বন্ধ করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না।
মানুষের ভুল আসলে এটাই শুরুটা নিয়ে যত ভাবনা চিন্তা পরিকল্পনা, শেষটা নিয়ে তত চিন্তা নেই। ফলে এই রঙিন ঘরের মতো জীবনও অনেক সময় আমাদের আটকে দেয় ঘরের এক কোণায় যেখান থেকে না সামনে যাওয়া যায়; না পেছনে।
এই আটকে পড়ার ভেতরে যে শিক্ষা আছে তা হলো একবার যদি মানুষ বুঝতে পারে প্রোপার পরিকল্পনা ছাড়া জীবন কাটালে চলমান পথ গুলো একে একে বন্ধ হয়ে যায়; তবে সে যে পথেই যাক একটা পথ আর্জেন্ট এক্সিট রেখে তবেই কর্ম করবে।
ঘরের কোণায় দাঁড়িয়ে থাকা এই মানুষ কম বেশি আমাদের সবারই প্রতিচ্ছবি। তবে সব যে পরিকল্পনা চিন্তা চেতনা সচেতনতার থাকলে হয় না আসলে ব্যাপারটা সম্পূর্ণ তেমন ও নয়, অনেকের জীবন সচেতন পরিকল্পনার পর ও থামে, জীবনের চলার পথের সরল রাস্তা গুলো ও বন্ধ হয়। সেটার জন্য কাকে দোষ দেয়া যায়?
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



