আমার মনে কিছু জিজ্ঞাসা জন্মেছে অনেক দিন ধরে... আমাদের সরকার কে নিয়ে (আওয়ামীলিগ+বিএনপি)।
আমার প্রশ্নের জবাব দেয়ার দরকার নেই.... আমি শুধু দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের সরকার ও বিরোধী দল এর কাছে প্রশ্ন করছি.... আর কতদিন চালাবেন এই সব????
>> সরকারী দল ক্ষমতায় এসে এত বছরকার "জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর" এর নাম পরিবর্তন করে রাখল "শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর" .... কিন্তু কেন??? "জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর" নামটায় সমস্যা কি ছিল??? সমস্যা কি এটা বিরোধীদলের কর্ণধারের নাম???
>> কাল যখন বিরোধীদল ক্ষমতায় আসবে তখন যে তারা "বঙ্গবন্ধু সেতু" - এর নাম পরিবর্তন করে "শাহজালাল সেতু" রাখবে (এটা আমার নিছকই ধারণা, এর কোন ভিত্তি নেই) । তখন বর্তমান সরকার কি করবে???
>> আপনাদের এই নাম পাল্টা-পাল্টিতে যে কোটি কোটি টাকা খরচ হচ্ছে... তা আসছে কোথা থেকে??? এই টাকা দেশের সাধারণ জনগনের... আপনারা তা জনগণের কাজে না লাগিয়ে ...নিজেদের রেশারেশি ঝারতে ব্যবহার করছেন। আপনাদের সমস্যাটা কি??? দেশের জনগণ না খেতে পেরে মরছে, বিদ্যুৎ নেই, গ্যাস নেই ... আর আপনারা নিজেদের স্বার্থে সেটা ব্যবহার করছেন।
>>যে টাকা দিয়ে আপনারা একটা এয়ারপোর্ট এর নাম পরিবর্তন করলেন... সেটা দিয়ে যদি বিদ্যুৎ এর ঘাটতি মেটাতে ব্যবহার করতেন.. তাহলে বিদ্যুৎ সমস্যা অনেকাংশে কমে যেত।
>> আপনাদের একটা ফ্রি বুদ্ধি দেই..... দেশের মধ্যে এই সব রেশারেশি না করে... আপনারা যদি মিলেমিশে থাকেন তবে কি দেশের উন্নতি হয় না?
>>> ক্ষমতা কার না ভাল লাগে? আপনি এ বছর ক্ষমতায় আছেন.. আর পরের বার যদি অন্য কারও হাতে ক্ষমতা চলে যায়, সেটা কি দেশ চালানোতে আপনার অক্ষমতাকে প্রমাণ করেনা? আপনি ক্ষমতায়, আপনি চাইলে আরও ৫০ বছর ক্ষমতায় থাকতে পারেন...শুধু ভাল কাজ করুণ, দেখবেন দেশের জনগণ আপনাকেই ভোট দিবে। কেননা, আপনি যদি দেশের ভাল করেন, তাহলে দেশের জনগন অন্য কাউকে কেন ক্ষমতা দিবে????
আমি শুধু নাম পরিবর্তনের কথাই বললাম। অন্যান্য কথাগুলো আর তুলে ধরার প্রয়োজন মনে করছি না।
(বি: দ্র: আমার কথাগুলো কাউকে আঘাত করার জন্য নয়। এ নিত্বান্তই আমার একান্ত মতবাদ। যদি কেউ আমার কথায় আঘাত পেয়ে থাকেন তবে আমি একান্তই দুঃখিত।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




