বিশ্বকাপ জ্বরে আমার মনেহয় বাংলাদেশ একটু বেশিই ভুগছে...
পতাকা টানাতে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু,বরিশালে দুই সহদরের রক্তক্ষয়ী সংঘর্ষ,রাস্তা ঘাট অফিস আদালতে তর্ক বিতর্ক হাতাহাতি........এযেন আবেগের থেকে বেগ বেশী অবস্হা
এ অবস্হা বেশীদিন চলতে থাকলে লেখাপড়া কাজকর্ম সব শিকেয় উঠতে পারে..
আর্জেনন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের কাছে প্রশ্ন..
আর্জেনন্টিনা ও ব্রাজিলের জনসাধারন ত দুরের কথা ঐদেশের খেলোয়ারেরা কি আমাদের দেশের নাম জানে ???
সমর্থন যদি করতেই হয় তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশী বিনিয়োগকারী জাপান,দ:করিয়া ইত্যাদী বন্ধুরাষ্টদের করা উচিৎ।
আমাদের মনটা পাথর না (দেশের সার্থে কিছুটা সার্থপর)
বিশ্বকাপ ক্রিকেটে আমরা প্রান খুলে আনন্দ করব
ঐখানে আমাদের লাল সবুজের পতাকা উড়াবো......
বিশ্বকাপ জয়ের সপ্ন দেখব........
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১০ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




