সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট

ভিজে যায় ধরণী,
মুছে যায় সকল হাসির দেয়ালচিত্র।
এক কোণে;
কল্পনারা ভেঙে পড়ে,
রঙ হারায়,
স্বপ্নেরা উবে যায়।
শৈশব নিভে ব্যস্ততা,
আসে অপূর্ণ ইচ্ছের গাথাঁ,
একটা মেঝেতে পড়ে থাকে অর্ধ-লিখিত ডায়েরী,
একটু দূরে উড়ে যায় ভ্যান গগের রঙ,
কার্ট কোবেইনের গলা ফেটে যায় বাতাসে,
সমরেশরা হারিয়ে যায় কোনো চোরা গলিতে,
শুধু অবিশ্বাসের ছায়া ঝুলে থাকে জানালায়।
সভ্যতার কত আবিষ্কার-
কিন্তু আমাদের... বাকিটুকু পড়ুন















