'বুদ্ধিমান বোকা'
মনে মনে সুচিন্তিত গালি দিয়ে
উঠে পড়ি আসর থেকে;
হাটতে শুরু করি।
এ শহরের প্রতি ঘেন্না ধরে গেছে
মন উঠে গেছে শহরপালিত মানুষগুলোর উপর
অথচ এরাই আমার যত শহুরে অবলম্বন।
এদের হাত ধরেই আমার শহর চেনা,
এখন এদের জন্যই শহর ছেড়ে
পালাতে ইচ্ছে হয়...
................
স্কেচ কৃতজ্ঞতাঃ মিরাজ ভাই (মিরাজ মুনাব্বির)
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১২ রাত ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




