ফেইসবুক
শাহ সোহেল
পৃথিবীর বুক চিরে হিমালয় তরঙ্গের যাত্রা
নবান্নের সাড়া দেয়, কলমের কালজয়ী মাত্রা !
ধিকি-ধিকি সারা দিকে, জ্বলে উঠে চার দিকে আলো
জয়গানে মহিয়ান-মুর্শিদান বলে, ভালো-ভালো।
পতঙ্গের মতো তার নিটোলিয়া শিরুল শরীর
গমনে-গমিয়া যুগ, সুযোগের নিরেট-নিবিড় !
আয়নায় ভেসে যায়, ঢেউ-ঢেউ প্রাপ্তের প্রদীপ
নির্ব্যাজ উচু-নীচুর পরিণাম, প্রেমের সন্ধিপ।
নিকুঞ্জে নিরব গীত বাউলার হৃদয় মন্দিরে
ছিড়িয়া একতারাটা গুলমালে জীবন বন্ধিরে !
কথিত শাহ সোহেল দর্শনের দোকান-মালিক
গাট্টিতে মানব-বাস বিচরণে বিস্তর অলিক ;
সুদূরে ফেইসবুক খুলে দেখি ফর্সা বেলাভুমি
স্বপ্নে সঞ্চারণ চাষ বসবাস হলুদ মৌসুমী ।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




