আমি তোমাকেই ভালবাসি প্রিয়তমা
মিনার মহেন্দ্র প্রেমে, মনোঞ্জ পুর্ণিমা !
তোমাতে বিলিন যত হাড়ভাঙা রোজগার
মাসে মাসে প্রেম, বড় হয়ে হয়ে হয় জমা,
কেমন করে বুঝাই, ওরে মনোরমা ?
ইমান অটুট করে খোলে দিও দ্বার !
ভাষান গাঙের স্রোতে যাব ভেসে ভেসে
ললাটে রঙিন চুমো, গোপন গরিমা,
বাহুঝুলি বন্ধনায় সুন্দরি পরমা
সিন্তির স্বর্ণাবরণ দেখো কাছে এসে !
প্রিণন পিরিত বুকে, উষ্নতায় ভরে
য়তমা আত্নজ হয়ে ভাঙ্গিল উগার,
তলের তুফানে জল, তুমুল তোলপাড়
মালঞ্চে মুগ্ধ ছোবল, পাতালদ চরে..!
২৫.১০.২০০৯
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




