
তুমি কে হে ভাই , একজন নারী শাড়ি, বোরকা, ঘোমটা ,হিজার নাকি জিন্স পরবে সেটা ঠিক করে দেবার ? কে কি পরবে সেই সিদ্ধান্তটা তাকেই নিতে দাও না ।
মুখে বলবে, বেটি বাঁচাও, সমাজ বাঁচাও, ধর্ম বাঁচাও আর অন্তরে চাইবে অন্যের বেটিরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে বেড়াক ! আজিব তো ! কেন রে ভাই , তুমি যখন রাস্তার পাশে শিশ্ন বের করে কুকুরের মতো জল ত্যাগ করো তখন কি কেউ গিয়ে তোমাকে বাঁধা দেয় ? কেউ কি তোমার আলু বোখারায় টোকা দিয়ে বলে এখানে মুতা নিষেধ ?
তাহলে, নারীদের পোষাক নিয়ে তোমাদের এতো জ্বলে ক্যান ? যার শরীর যার দেহে সে ও তার পরিবার ই ঠিক করুক না কার মেয়ে , কার জি, কার বউ কি পড়বে । তোমাদের পছন্দ না হলে চোখ বন্ধ করে রাখো ।
যদি মনে করো , পূস্পা ছবির উহু বলো হ্যাঁয় শালা ড্রেস পরে সামান্তা মার্কা নারীরা তোমার চারপাশে ঘুর ঘুর করবে। তাহলে এ সভ্য সমাজটা তোমার জন্য নয় । ওটার জন্য বেশ্যালয়ে যাও। মূল্যবান ও দামী জিনিস সকলে সামলে রাখো খোলামেলা ফেলে রাখে না । মাইন্ড ইট ....
মেয়েটি যদি তার ব্যক্তি জীবনে লাংটাও থাকে তবুও সেই খোলামেলা ছবি প্রকাশ করে বলার কিছু নাই যে , সে ভাল না বা খারাপ । সে যে কাজ করেছে , সেই কাজটি করার কলিজা আপনার আছে কিনা একবার ভেবে দেখুন ।
ভারতে মুসলিমদের নিয়ে যা হচ্ছে, সেটা পরিস্কার মানবাধিকার লঙ্ঘন । তবুও মুসলিমরা মুখে কুলুপ এটি আছে ভদ্রতা ও ধমীয় শিক্ষার করনে । কেউ যদি নাস্তিক হয় হতে দেন না । একজনের কবরে তো অন্যজন যাবে না । যার যার জবাব তাকেই দিতে হবে । নাস্তিকদের মধ্যে আবার সেমি নাস্তিক , ফুল নাস্তিক আছে । কেউ কেউ ইসলাম ধর্মকে গালি দেওয়াকে নাস্তিকতা ভাবে । এ দেশের অধি ধার্মীক ও নাস্তিকতা দেখে আমার হাসি পায় । ধর্ম সর্ম্পকে পরিস্কার ধারনা থাকলে একজন মানুষ কিছুতেই অন্যজনের জন্য ক্ষতিকর বলে বিবেচিত হতে পারে না ।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



