
আষাঢ় মাসের উদাস মেঘের দল /
আমার শহর ছুঁয়ে যায় / দূর অজানায় /
পিয়ার খোপায় / লাল জবা ফুল / নাকে নোলক /
কানে ঝুমকো ফুল / কি কথা তারে বলে যায় .....

জানি দেখা হবে / তোমাতে আমাতে
জানি, ভুল ভেঙ্গে যাবে .........।

যেথায় থাকো / যেমন থাকো /
ভাবছো কি বোসে আমায় ?/
জেনো এখনো বেঁচে আছি /
যাইনি চলে কোমা'য় ..............

তোমায় দেবো বলে / ফুটিয়েছি লাল ফুল /
হঠাৎ কে সে ফুসে উঠে / বলে,ভুল সব ই ভুল !

ছবি : সাখাওয়াত বাবন
২৬।০৬।২০২২
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২২ সকাল ৭:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




