(১)
কেমন যেন লাগে !
কতো কাজ, তবুও কেন মন বসে না কাজে !
বৃষ্টি নেই ! ধুলোর ঝড়;
মানুষগুলো বড্ড পর !
নিদারুণ গরমে হাঁসফাঁস লাগে
কেউ গেল কি আগে ?
শোন না ওই যে, বিলাপ শোনা যায় -
কারা যেন কাঁদে !
সকাল, সন্ধ্যা, সাঁঝে !
নীরব নিথর দেহের মাঝে -
ভালবাসা কি বাচে ?
ভালবাসি তবু কেন
শূন্য এমন লাগে ?
(২)
আহ্লাদে আর চুমুর পরে-
রাত্রি কাটাই জোছনা ধরে ;
- তুই পারিস ও বটে!
আরে পাগলি, জোছনা কি কেউ গায়ে মাখে ?
এ্যই নে, যা, দিলাম তবে, জোছনা দিয়ে শরীরে তোর
আলপনা একে !
লাল রংটা কি একটু বাজে; চোখে লাগে ?
সবুজ তবে দিলাম ভাজে ; পর্বত, নালা, গিরি-খাদে -
কালো যেন ক্যামন লাগে !
গোলাপিটা থাক তবে-
চিবুক আর ঠোটের ফাকে ?
- তুই পারিস ও বটে !
জোছনায় কি আর রং থাকে ?
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৪৮