
চাচা , বিশ্ববাসীর কাছে আমেরিকার ইজ্জত রইলো কই ? বিনা শর্তে আত্মসমর্পণের হুমকির এ কি দশা ?
ইরানের সামনে আর কোন বাঁধা নেই পারমাণবিক বোমা বানাতে ।
আমি মনে করি, ইসরাইলে সমরাস্ত্র পাঠানা, মুজুদ ও নিজেদের প্রস্তুতির জন্য এটা ট্রাম্প এর একটা কূটকৌশল হতে পারে ।
এ যেনো অবিশ্বাস্য , কল্পনাতিত ! আমেরিকার হামলার পাল্টা জবাবে ইরান; কাতার, সিরিয়া, জর্ডানে অবস্থিত আমেরিকান আর্মি বেইজে হামলা করার পর থেকে আতংকে আছে আমেরিকান সৈন্যসহ স্বয়ং ট্রাম্প। যাদের যুদ্ধ বিরতীর শর্ত দিয়েছিলো, তাদের শর্ত মেনে নিয়ে যুদ্ধ বিরতি চাইছে । আমেরিকাকে বুঝতে হবে , বিশ্ব আর আগের বিশ্ব নাই । মোড়লগিরি আর চলবে না ।
তারপরেও প্রশ্ন জাগছে মনে, " ট্রাম্প কি তাহলে ইরানকে পারমাণবিক বোমা বানাবার অনুমতি দিয়ে যুদ্ধ বিরতিতে রাজি করিয়েছে ? নাকি এর পেছনে রয়েছে , অন্য কোন কূটকৌশল ?
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৫ দুপুর ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


