বিশ্বকাপ ফুটবল প্রেমীদের জন্য একটা কৌতুক
এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায় খোদ স্টেডিয়ামে বসে একজন বাঙ্গালী ভদ্রলোক ব্রাজিলের সব খেলাই দেখছে। তাকে এক বাঙ্গালী সাংবাদিক জিজ্ঞেস করছে, 'ব্রাজিলের খেলা কেমন দেখছেন, ভাই?'
উত্তরে লোকটা বলছে, "আর বইলেন না। গেরামের ক্ষেতে হলুদ সরিষা ফুল ফোঁটার পর তা দেখলে মনডা-পরানডা যেমন জুড়াইয়া যায়। তেমনি হলুদ জার্সি পইড়া ব্রাজিল দলরে খেলার মাঠে দৌঁড়াইতে, দাপাইতে, লাফাইতে দেখলে কইলজাডা পরানডা আহ্ হা জুড়াইয়া শান্তি পায়।
আর বিপক্ষ দলের কথা কি কমু কন। যারা ব্রাজিলের বিরুদ্ধে খেলতেছে, তারা তো ভাই মাঠে সইষ্যা ফুলের শোভা দেখবো কি, তহন তারা খালি চোখে সইষ্যা ফুল দেহে। হা হা হা।।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




