১
তুমি আদি আমি অন্ত
ভরা নক্ষত্র রাতে শান্ত নদী
ঢেউ তোলে অনল-অশান্ত।
চপল চৈত্র রাতে
প্রগাঢ় ঘুম প্রাতে
সুদূর নিঃশব্দ কোলাহল -
নিত্য নিরুত্তর রাত্রি নিঃস্ব নীরব নিরন্তর
হৃদি স্পৃর্শ্যে আজো তুমি - দূর অজানা অনন্তর।
২
দুপুরে জাগি, রাতে গাইতে থাকি
যা-ও বা পাই, তাও হারাতে চাই -
বিশাল সমুদ্র সুনীল, সুগহীন
রত্ন-গর্বা তুমি তবুও জলধীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




