বিশাল সুরম্য এক অট্টালিকার উপর দাঁড়িয়ে
আজলা ভরে পেতে চেয়েছিলাম নক্ষত্র।
ঘোর কালো আঁধার রাতে
জোনাকির আলো হারিয়ে -
অজস্র বাতি তারার মতো
শহুরে হৃদয়ে গেঁথে
অজানা উৎসবমুখর।
আমার পায়ের কাছে ছাদের প্রান্ত ঘিরে
উজ্জ্বল নীলাভ বাতি স্থির,ম্লান তাকিয়ে থাকে।
অনেক দিনের জমানো কখাগুলো
গলা উগরে বেরিয়ে আসে।
চারিদিকের নির্জন এই আঁধারে
বিবিধ ফুলের মতো ফুটন্ত বাতিগুলো
মূক মৌন বিস্মিত কম্পহীন হয়ে উঠে।
সেই নিঃশব্দ নিঃস্তরঙ্গ আলোয়
নক্ষত্রের কান্না পতনাভিমুখীন হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




