শোনো ঈশ্বর না কি প্রেমে পড়েছিল সেদিন
পেড়েছিল দু’টো ফল -
ইভ এবং অ্যাপল
বাঁ মুঠোয় তার ইভ
আর অ্যাপলটা সে খেলো
সাথে সাথে পৃথিবীর জনম হলো।
তাহলে ইভ?
ঈশ্বর প্রেমে পড়েছিলো বাঁধা?
ছিলো না লেখা কোথাও তা
পবিত্র গ্রন্থ বা মানুষ হৃদয়ে গাঁথা।
আসলে ঈশ্বরের প্রেম ছিল
তিনি জানতেন বলে প্রেম
আদমের সাথে মিশে ছিল হাওয়া
ধর্মগ্রন্থ হাতালে যায় খুঁজে পাওয়া।
শেষে একদিন ঈশ্বরের কাছে
এলো আদম এলো হাওয়া
প্রেমের হিসেব পেতে চাইলে
আদম থেকে ঈশ্বর
সে হিসেবে কোন ফাঁকা পেলো না
হাওয়া থেকে নালিশ না অভিযোগ বা সদুত্তর।
ঈশ্বর পড়লো বড় বিপাকে
ধ্বংসের ধ্বজা উড়ালো আকাশে
উড়ে প্রজাপতি, মরে চাপা পড়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




