হঠাৎ থেমে যেতে পারে
এই নির্বাক জীবন ।
তবুও কতশত আয়োজন ,প্রয়োজন ।
ভালোবাসাহীন পৃথিবী কখনই ছিল না ,
ছিল মনুষ্যত্ব বিহীন ।
তুমি, ক্ষীণ আলো
—-এই ঝাপসা চোখে ।
তবুও ভালো অসময়ে
অস্তিত্বের আভাস এলো ।
বিশ্বাসের জায়গা একটাই থাকে ,
তা হোক ঈশ্বরের বা অন্য তরে ।
তুমি নিজেকে রাখ ধরে
ঘরটা ভরুক আলোয় ।
প্রার্থনার এ এক আলোকচিত্র
ব্যতিক্রম তবুও মনুষ্যত্বে সিক্ত
নির্জন নিকেতন ।
৫ নভেম্বর ২০২০
সা.হ
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




