যে ভালবাসা পাওয়ার জন্য এতটা বছর অপেক্ষা,
যে কথা শোনার জন্য
এতটা কাল ব্যকুল হয়ে থাকা|
যে স্বপ্নের জন্য
এতটা সময় মাকড়শার জালের মত স্বপ্ন বুনন|
যার জন্য এতটা রাত জোস্না রাতে একা একা বসে থাকা|
অবশেষে সেটার পূর্ণতা নাকি ক্ষয়|
নাকি আমার অবচেতন মনের কল্পনা,
নাকি দুর দিগন্তের মিথনের মত আঁলেয়ার আলো|
নাকি বৈশাখের দুপুরের আলো ছাঁয়ার খেলা|
সবকিছুই যেন এখন
কালো লোহায় পড়া মরীচিকা আর ফিনিক্স পাখির মত অস্তিত্বহীন মনে হয়|

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




