আমি অভিশাপ দিচ্ছি,
তোমার মুখের হাসি যেন,
কখনো ফুরিয়ে না যায়|
আমি অভিশাপ দিচ্ছি,
তোমার ভালবাসার চোখ দুটো যেন,
সারাজীবন অপলক দৃষ্টিতে চেয়ে থাকে|
আমি অভিশাপ দিচ্ছি,
তোমার ঢেউ খেলানো মেঘ কালো চুল যেন,
বিলীন না হয়ে যায়|
আমি অভিশাপ দিচ্ছি, তোমার দু পায়ের নখ যেন,
বিধাতা ভাল করে দেয়|
আমি অভিশাপ দিচ্ছি,
তোমার গানের গলা যেন, কখনো নষ্ট না হয়ে যায়|
আমি অভিশাপ দিচ্ছি,
তোমার জীবন সঙ্গীকে যেন,
ভালবাসতে পারও|
আমি জানি,
ভালবাসার মানুষকে কখনো অভিশাপ দিতে নেই|
তারপরেও আমি তোমাকে মন থেকে,অভিশাপ দিচ্ছি|
আমাকে তুমি ভুলে যাও,
তুমি সুখী হও,
তুমি সুখী হও|

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




