আমাকে কেউ গান শুনাবে?
নির্জন নিরালায় তুমি গাইবে আর আমি,
শ্রবণরুদ্ধ হয়ে তাকিয়ে শুনব তুমার মধুময় কন্ঠের গান।
আমাকে কেউ গান শুনাবে?
যে গানের কথায় মরা গাছে ফুল ফোটে,
শুকনা খাল-বিল, নদী-নালা থই থই করবে জলে।
আমি সেই গান শুনব,
তুমার দুই নয়নে নয়ন রেখে।
আমাকে কেউ গান শুনাবে?
যে বর্ণগুলো দেশের মাটির মায়া মমতার,
সুরে বাড়িয়ে দিবে বাবা ও মা তুল্য মানুষের প্রতি শ্রদ্ধা-ভালবাসা
আর ছোট ভাই বোনের প্রতি স্নেহ।
আমি সেই গান শুনব,
তুমার হাতে হাত রেখে।
আমাকে কেউ গান শুনাবে?
হৃদয় ছোয়া সেই বাংলা ভাষায়,
আমি শুনব সেই গান, তুমার বুকে কান পেতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




