"ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না "
১।প্রতিটি মানুষের উচিত যেকোন কাজ করার আগে ভেবে চিন্তে করা বা কারো কাছ থেকে পরামর্শ নিয়ে করা।
২।শুরুটা যদি ভুল হয় তবে শেষটাও ভুল হওয়ার সম্ভাবনা থাকে।
৩।কপি ও পেস্ট।
আমি এখানে ব্লগ নিয়ে কিছু কথা বলব যেমন ব্লগের প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হল আমি যে ব্লগ সাইটে লিখবো সেই সাইট টা খুব ভাল করে ভিজিট করতে হবে। কে কেমন পোস্ট লিখছে বা কে কেমন কমেন্টস করছে। ব্লগে অনেক ব্লগারের পোস্ট দেখে বা কমেন্টস দেখে বলা যায় তার মন মানসিকতা কেমন হতে পারে। কারন ব্লগে আমরা সবাই লিখার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে থাকি। আবার অনেক সময় দেখা যায় আমরা ইমোর ব্যবহার করতে পারি না। সঠিক কমেন্টস গুলো থেকে সঠিক ইমো ব্যবহার হয় না।
ব্লগে পোস্ট যেমনি হোক অনেক পোস্ট এ দেখা যায় ব্লগারকে ব্যাংগ করে কমেন্টস করে এটা কিন্তু মোটেই শোভনীয় নয় আমাদের প্রত্যেকের উচিত সেই পোস্টে শোভনীয় কমেন্টস করে সেই কমেন্টস কারীর ভুল ধরিয়ে দেওয়া। এই ধরনের কমেন্ট এ দেখা যায় একজন ব্লগার মন মানসিকতা সেই কমেন্টসকারীর মতে হয়ে যায়। পোস্ট ম্যান তখন আবার সেই কমেন্টস কারির পোস্টে ওই একই ধরনের কমেন্টস করতে সক্ষম হয়। এভাবে ব্লগে শুরু হয় প্রতিযোগিতা। তাই আমাদের শুরুতেই ভুল যে করবে তাকে শুদ্ধরাতে হবে এবং নিজেকে শুদ্ধরাতে হবে।
অনেকেই আছে অন্যের লেখা কপি ও পেস্ট করে নিজের নামে ব্লগে পোস্ট করে । এটা ঠিক না আমরা যখন অন্যের লেখা কপি করে নিজের নামে পেস্ট করে পোস্ট করব তখন অবশ্যিই তার ভূমিকা রেখেই করব কারন ব্লগে যেন কখনো তার লেখা দেখে সে মন খারাপ না করে। এতে করে যে হুবুহ কপি পেস্ট করে নিজের নামে চালিয়ে নেয় তার প্রতি খারাপ একটা মন্তব্য তৈরি হয় মূল পোস্টের মূল লেখকের । আমরা নিজে সূত্র ও তার নাম, লিংক দিয়ে তার পোস্ট দিতে পারব। আমাদের উচিত সবাই সবার সহযোগী হয়ে একের অন্যর প্রতিভাগুলো জাগরিত করা।
আসুন আমরা সবাই মিলে ব্লগ সাইট গুলোকে গড়ে তুলি সুন্দর, সভ্য, নির্মল ও বের করি সব লুকানো প্রতিভা গুলো ।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




