কিছু আত্মাহুতি, ভরাট পূর্ণিমায়
ধোঁয়াটে বাতাসে দুলে যায়, পার্থিব মৃত্যু।
ঠিকানা বদলে চলে আসে ভায়োলিন, অর্কেস্ট্রা -
দিন বদলের গান। বেঁচে থাকে গোঙানি হয়ে মুমূর্ষু প্রাচীন গলায়।
শেষবার ঐ চোখে আমি দেখি অশ্রুর ফসিল
বেঁচে থাকার শেষ খড়কুটো বিচ্ছিন্ন বাতাসে উড়ে যায়।
প্রাচীন পদাবলী শুধুই সাহস যোগায়, নিষ্ঠুর পৃথিবীর হাজারো মারণাস্ত্র
নিমেষেই গ্রাস করে ঠুনকো ফানুসকে - যার নেশায় তুমি-আমি কত দিন-রাত
ফিরেছি ধুলোর দিনে হৃদয়ের কাছাকাছি।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




