দেখো - একদিন
আমরাও ছেড়ে যাবো এই গহীন অন্ধকার।
এই কাদাজল, ধুতুরা, লজ্জাবতী নোংরা সমাজ,
আততায়ী জবানীতে বাণী চিরন্তন, শরীরের
মোহে বন্দী মনন, ফুটপাতে বারবণিতার সাজ,
নাড়ীর বন্ধন - সব ছেড়ে
স---ব ছেড়ে হাঁটা দেবো চন্দ্রাহত আমরা দু'জন।
আলো ফিরে পাবে কিউবিক ফর্ম
নদী খুঁজে পাবে হারানো আলোক
বন পেয়ে যাবে কাঙ্খিত তীর
হাওয়া পাবে ঝাউবন ঝাউবন।
তুমি থাকবেই নিঃশ্বাসে মোর
নকশীকাঁথায় প্রাচীন প্রহর
এঁকে যাবো; দেখে নেবো সবগুলো ভোর
আঁধারের ঘোর, হৃদয়ের সিম্ফনি ছুঁয়ে ছুঁয়ে।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




