সারিসারি মুখ জাগরণে তন্দ্রায়
সময় শিকার করি বেহিসেবী আড্ডায়
সিগ্রেট পোড়ে অগণন ঠোঁট থেকে ঠোঁটে
বাচাল বন্ধুরা জোটে শহরের অলিগলি বাস ট্রাক ডিঙ্গিয়ে সন্ধ্যায়
গীটারের টুংটাং... বব ডিলান... ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা...
শেষ ট্রেন চলে গেছে – হয়তোবা - জানিনা কখন
বসে আছি – হাতঘড়ি, দিনপঞ্জিকা মাথার ভেতর
“কোথাও যাবার তাড়া নেই” – এই জেনে -
কাটিয়েছি তিরিশ বছর। পূর্ণিমা ডেকে গেছে, রাতজাগা পাখি
ডেকে গেছে ভবঘুরে মন। কোথাও যাবার কথা নেই,
তবু কেন পন্ড করেছি বারবার হারিয়ে যাবার সব আয়োজন !
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




