কাজল কালো মেঘ জমেছে চোখের ভিতর
আঁধার করা
কার বিরহ চাপছে পাথর বুকের উপর
দুঃখ ভরা!
মৌনতা খাই পাখির মতোন পথটি চেয়ে
আকুল মনে
যায় উড়ে যায় দূর দেশেতে পাখনা মেলে
তোমার বনে।
ভাঙছে সুখের বসতবাটি অকাল ঝড়ে
হৃদয় পুরে
যাচ্ছে উড়ে সুখের পাখি কোন্ আকাশে
কোন্ সে দূরে?
ঝড় ঠেকাবো কীসের আশায় একলা ভোরে
গায়ের জোরে
যার পাবার আর নেইতো কিছু- পাবে কী সে
নতুন করে?
মন পুড়ে যায় দারুণ খরায় বুকের আগুন
কষ্ট জ্বলে
এই আমি কী ভাসতে পারি সাত সমুদ্র
সুনীল তলে?
চাঁদ সদাগর নইতো আমি ছুটে যাবো
তোমার কাছে
ভিড়াও না হয় তোমার তরী এবার আমার
প্রেমের দেশে!
09.10.2006

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


