দ্্বিশতক পূর্ণ করলাম। সপ্তমাশ্চর্য নয়! চোখের সামনে ঝুলেছিলো ব্লগে, বুঝেছি তাই।
বাস্তবতার আঘাত, সময়ের ক্রান্তিকাল পীড়া দেয়। মাঝে মাঝে একটু অবসরও চায় মন। তবুও লিখি। কষ্ট হলেও লিখি!
মন কাঁদে তাঁদের জন্য যাঁরা লিখার জন্য হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়, কষ্টকর সময় কাটায়, দিন শেষে রাত জাগে, যান্ত্রিকতার জটিলে জর্জরিত হয়।
আমার দ্্বিশতক উৎসর্গ করছি ব্লগের সেইসব কবি, ছড়াকার, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গবেষক, ভ্রমণকাহিনী লেখক, ডায়েরী লেখক, ফোটোগ্রাফার, সাংবাদিকদের- যাঁদের মৌলিক লেখায় আশাবাদী হই, প্রাণ ফিরে পাই।
উৎসর্গকরছি সেইসব পিচ্চিদের যাঁদের আপ্রাণ প্রচেষ্টা আছে নিজের মতো করে লিখার- রিনয়, এই আমি, মীরা, শাওন, পিচ্চি আরাফাত এবং খুশবুদেরকে।
সবার জন্য শুভকামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


