জন্মযুদ্ধকে এভাবে আত্মিকরন করে নেয়ার পরেও যাঁদের ভারত প্রীতি কমে না তাঁদের কি বলব?
সেনাবাহিনী দিয়ে সহযোগিতা করার মানে এই নয় তোমরাই সব করে ফেলেছ আর বাংলার দামাল ছেলেরা বসে বসে হুক্কা টেনেছে।
মুক্তি যুদ্ধের চেতনা না জেনেই যারা চেতনা চেতনা বলে ফেনা তুলে ফেলে তাঁদের এই ছবি দেখলেই কি আর না দেখলেই কি।
কেউ কি আছে এর প্রতিবাদ করবে নাকি আমাদের নতুন প্রজন্ম ও ধরেই নিয়েছে এটা ভারত পাকিস্তান যুদ্ধ ছিল যা দাবীর জন্যই সেই ৪৪ বছর পূর্বে ঐ নাটক রচিত হয়েছিল।
মা বোনের ইজ্জত দিলাম, বুকের রক্তে জমিন লাল করলাম আমরা আর এটা নাকি ভারত পকিস্তান যুদ্ধ?//
কোথায় আমাদের জ্ঞানী গণ এখন কি হল আপনাদের? ঘুমিয়ে রয়েছেন কারন দাদা দের ব্যাপারে যত চুপ থাকব ততই স্বার্থ সিদ্ধ হবে এই তোঁ?
থাকেন ঘুমিয়ে থাকেন। একদিন সময় আসবে যেদিন বাংলার জনগন এই নব্য সম্রাজ্যবাদিদের শোষণ হতে নিজেদের মুক্ত করবে সেই দিনের অপেক্ষাতে থাকালাম।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯