রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরো অনেক ঐতিহ্যের মতো সাংবাদিকতারও ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যের উত্তরাধিকারও জ্বল জ্বল করে তার নিজেরই আয়নায়। উত্তম কুমার দাস, জাহাঙ্গীর আলম আকাশ, ফারুক হোসেন চৌধুরী, আনিসুজ্জামান, কামরান রেজা চৌধুরী, রায়হান রাব্বী, মাহবুব আলম লাবলু, রোকনুজ্জামান মুক্তি, সমীর কুমার দে, জামিউল আহসান সিপু, শিবলী নোমান, নূর আনোয়ার রঞ্জু, আবু নোমান সজীব,নজরুল ইসলাম কিংবা হালের আবু কালাম রতন, কামরুজ্জামান শাহীন, কুদরত ই খুদা বাবু, আনিসুজ্জামান উজ্জল, মেহেরুল হাসান সুজন, সালাহউদ্দিন মহম্মদেরা এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার সময়সাময়িককালের একটি স্বর্ণালি সময়ের প্রতিনিধিত্ব করেছেন। এদের নিয়ে, আরো অনেক অজানা কথা নিয়ে সামহয়ার ইন ব্লগের পাঠকদের জন্য ধারাবাহিক এই লেখা।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৬ সকাল ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



