অনেক দিন আগে প্রেমে প্রত্যাক্ষিত মন নিয়ে এই কবিতাটি লিখে ছিলাম। আজ বহুদিন পরে একটি পাঠ্য পুস্তক ঘাটতে গিয়ে লেখাটি বেরিয়ে পড়লো। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে মন্দ হয় না। কেমন লাগলো জানাবেন - আমার নিজের অবশ্য মনে হচ্ছে কাঁচা হাতের লেখা হয়ে গেছে। বুঝেনইতো, বয়স কম ছিল, তাও আবার বিরহ কাতর মন - হা হা হা।
রক্তাক্ত ভালোবাসা
-উৎসর্গ আমার প্রাক্তন প্রেমিকা কে (০৮/০২/১৯৯৮ ইং)
একটি চিঠি এলো ডাকে - লাল খাম,
কোনায় সোনালী কাজ করা।
ঠিক মাঝখানটায় আমার নাম লেখা,
তার উপর দু’টি স্পষ্ট ডাকের টিকিট -
কেন জানি সীল মারা হয়নি তাতে।
খুশিই হলাম।
এত সুন্দর করে চিঠিতো আমায় একজনই পাঠাতে পারে,
সে - তুমি।
যত্ন করে রেখে দেই তা বুকের সিন্দুকে।
দিন যায়, মাস যায় -
কোনায় সোনালী কাজ করা লাল খাম, আর খোলা হয় না।
প্রতিদিন একবার করে দেখি আর ভাবি -
তোমাকে। কেমন আছো তুমি?
- নিশ্চয়ই ভালো।
একদিন -
হটাৎ খুলে যায় লাল খাম,
নীচে পড়ে যায় তোমার চিঠি।
পড়তে গিয়ে দেখি - একি!
এযে রক্ত দিয়ে লেখা, আমারই রক্ত।
যা তুমি ধীরে ধীরে শুষে নিয়েছিলে
আমারই হৃদয় থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




