গুহামানবীর কান্না পেলে
সে কি শব্দ করে কাঁদতো, না নিঃশব্দে....
এই ভাবনায় পেরিয়ে যাচ্ছে কয়েকটি ধূমকেতু
যারা লেজে করে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে
নবজাতকের জনম পরবর্তী শেষ নিঃশ্বাস!
যার পিতা BMW চালালেও, মাতা চালায়-
পিতার গারমেন্ট্স এর সেলাই মেশিন!
তাই তো মেলেনি দুই এ দুই এ চার-
অতএব, বিদায়......
এই ধূমকেতুটা যেহেতু অনেক প্রাচীন,
তাই তার অনুভূতি ক্ষয়ে ক্ষয়ে গেছে!
কোটি বছর পূর্বে এক গুহামানবীকে সে দেখেছিলো কাঁদতে,
যার অশ্রুবিন্দু্কে হাতিয়ার হওয়ার বর দিয়ে দেখে-
পৃথিবী পেল আগুনের দেখা!
তবে কি সেই নারীই প্রমিথিউস? না ধূমকেতু স্বয়ং!
আর ভাবতে ভালো লাগছে না...
এতো শিশুমৃত্যু জমা হয়েছে লেজে, যে-
যদি হঠাৎ বুঝে ফেলে ধূমকেতুটাই ঈশ্বর,
চরম একটা হাই ছাড়া আর কিছুই উঠে আসবে না!!!
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১১ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




