
শুধু শিরোনাম পড়েই চোখ কপালে তুলবেন না। আপনার জন্য অপেক্ষা করছে এর চেয়েও বেশি অবিশ্বাস্য তথ্য। তবে তার আগে চলুন শিরোনামের বিস্তারিত জানে একটু অবাক হওয়া যাক। সত্যি, এক মিনিট কিংবা দুই মিনিট নয়, এমন কি নয় এক মাস অথবা এক বছর, জীবনের ৬০’টি বছর নিজের হাত ডুবিয়ে রেখেছেন আগুন গরম তেলে।
চুলায় দাউ দাউ করে জ্বলছে আগুন আর চুলার ওপরের কড়াইয়ে ফুটন্ত তেলে নিজের হাত ডুবিয়ে রেখেছেন প্রেম সিং নামে ৮০ বছর বয়সী এক ভারতীয় বৃদ্ধ। বিশ্বাস হচ্ছে না তো আপনার? বিশ্বাস না হলে নিচে দেয়া ভিডিও লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন এর সচিত্র ভিডিও।
তবে তার আগে চলুন প্রেম সিং কে নিয়ে আরো কিছু অবিশ্বাস্য তথ্য জেনে নেয়া যাক।
প্রেম সিং তার হাতের জন্য প্রায় পুরো ভারত জুড়ে বিখ্যাত। ইতিমধ্যে, প্রেম সিংকে অতি মানব বলেও ডাকতে শুরু করেছে তার আশে পাশের মানুষজন। কেননা, গরম তেলে হাত ডুবিয়ে রাখা ছাড়াও প্রেম সিং তার হাতে প্রবেশ করিয়েছেন গরম লোহা। হাতের চামড়া ধারালো ব্লেড দিয়ে কেটেও ফেলেছেন বেশ কয়েকবার। কিন্তু কিছু কি হয়েছিল প্রেম সিং এর? চলুন জেনে নেয়া যাক ভিডিওতে স্বয়ং প্রেম সিং এর দেয়া বিবৃতি থেকেই।
ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




